ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ডোন্ট ভোট ফর ট্রাম্প- ইউএসও টুডে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৯, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ডোন্ট ভোট ফর ট্রাম্প- ইউএসও টুডে

ঢাকা: ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন; তাই তাকে  ভোট দেবেন না- জনগণের প্রতি এমন আহ্বান জানিয়েছে ইউএসএ টুডের এডিটোরিয়াল বোর্ড।

বিগত ৩৪ বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দৌড় নিয়ে এমন মতামত প্রকাশ করলো সংবাদ মাধ্যমটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ নির্বাচনের প্রধান দুই প্রার্থী ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক হয়। এ বিতর্কে বারবার মেজাজ, জ্ঞান, একাগ্রতা ও সততার অভাব দেখিয়েছেন তিনি। তাই দেশের স্বার্থে ইউএসএ টুডের এডিটরিয়াল বোর্ডের সবাই সর্বসম্মতিক্রমে ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।